এফএনএস বিদেশ : তাইওয়ানের চারপাশে দ্বিতীয় দিনের মতো মহড়া চালাচ্ছে চীন। গত সপ্তাহে তাওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের মার্কিন সফরের পর থেকে এই উত্তেজনা শুরু হয়েছে। বেইজিংয়ের ‘জয়েন্ট সোর্ড’ নামে অভিহিত এই অভিযান আজ সোমবার পর্যন্ত চলবে। চীনের এই নৌ ও বিমান বাহিনীর মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনটিতে বলা হয়,বেইজিংয়ের এই মহড়া তাইওয়ানকে ‘কঠোর সতর্কীকরণ’ বলে অভিহিত করছে। তাইওয়ান বলছে, গতকাল রোববার কয়েক ডজন চীনা জেট বিমান তাইওয়ান প্রণালীর চারপাশে উড়েছে। এছাড়াও ৯টি জাহাজও দেখা গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়। তাইওয়ানের কর্মকর্তারা এই অভিযানে ক্ষুব্ধ হয়েছেন। গতকাল রোববার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৭১টি চীনা সামরিক বিমান এবং ৯টি জাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। লাইনটি চীনা এবং তাইওয়ানের ভ‚খÐের মধ্যে একটি অনানুষ্ঠানিক বিভাজন রেখা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর জন্য চীনকে অনুরোধ করেছেন। এছাড়াও ‘সংযম এবং স্থিতাবস্থার (শান্তির) কোনো পরিবর্তন না করার’ আহŸান জানান। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘বেইজিংয়ের পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’। এছাড়াও ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে’ মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিশ্রæতি পূরণের জন্য পর্যাপ্ত সম্পদ এবং সক্ষমতা রয়েছে’।