শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

তাপদাহ আর প্রখর রৌদ্রে জ্বলছে সাতক্ষীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

দৃষ্টিপাত রিপোর্ট ॥ ভয়াবহ তাপদাহে সাতক্ষীরায় বইছে আগুন হাওয়া, জনজীবন কাহিল, কৃষি উৎপাদন বিপর্যস্থ, অসুস্থ হচ্ছে জনসাধারন। সর্বত্র এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, আর শঙ্কা। অর্থনীতিতে বিরুপ প্রভাব অনেক আগেই পড়েছে। প্রচন্ড তাপদাহে নতুন ভাবে সাতক্ষীরার মৎস্য চাষীদের জন্য বয়ে এনেছে চরম দুঃসংবাদ মৎস্য চাষীদের পাশাপাশি ভাল নেই পোল্ট্রি চাষী ও আম চাষীরা। অনেক আগেই সবজি বাগানে প্রখরতাপ সর্য্য করতে না পেরে হলুদাভাব রুপ নিয়ে উৎপাদনের গতি হারিয়েছে। জেলার হাজার হাজার চিংড়ী ঘের চরমঅভিশপ্ত সময় অতিক্রম করছে। চিংড়ী উৎপাদন ও বাজারজাত করনের বর্তমান সময় ভরা মৌসুম। কিন্তু ঘের গুলোতে চিংড়ী শুন্য হওয়ার উপক্রম। তাপদাহের কল্যানে চিংড়ী বৃদ্ধি ঘটেনি অথবা মারাগেছে। চিংড়ী চাষী এবং ঘের মালিকরা দুশ্চিন্তায় দিন যাপনকরছে। জমির হারী, ঘের পরিচর্যা, রেনু অবমুক্ত করন, শ্রমিক মজুরী সবই বিনিয়োগ করা হয়েছে কিন্তু ঘেরে কাঙ্খিত চিংড়ী নেই। প্রথম চালান, দ্বিতীয় চালান উভয় চিংড়ী উৎপাদনে ছন্দ পতন ঘটায় একদিকে ঘের ব্যবসায়ীরা শুন্য হাতে অবস্থান করছে অন্যদিকে পওনাদাররা আসছে অনেক ঘেরে তৃতীয় চালানের রেনু অবমুক্ত করতে পারেনি আর্থিক সংকট এবং অতি তাপদাহে রেনু না ফোটার শঙ্কায়। চিংড়ী নির্ভর সাতক্ষীরার অর্থনীতিতে বর্তমান সময়ে চরম মন্দা ভাব বিরাজ করছে। চিংড়ীর পাশাপাশি সাতক্ষীরায় হাজার হাজার বিঘা জমিতে সাদা মাছ চাষ হয়। সাম্প্রতিক বছর গুলোতে সাদা প্রজাতির মাছের ডিম ফুটিয়ে চাষীরা সাদা মাছ উৎপাদন করছে। প্রচন্ড তাপদাহের কারনে চাষীরা ডিম ফুটাতে পারছে না এবং জলাশয় ঘেরে ও পুকুরে অবমুক্ত করা ধানি জাতির সাদা প্রজাতিরর মাছ তাপদাহের কারনে মারা যাচ্ছে। জেলার কলারোয়া, পাটকেলঘাটা, এলাকায় দৃশ্যতঃ ডিম ফুটিয়ে মাছ তৈরীর শিল্প গড়ে ওঠে। সাম্প্রতিক বছর গুলোতে সদর উপজেলা, দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগরেও সাদা মাছের ডিম সহনীয় প্রযুক্তির মাধ্যমে ফোটানো হচ্ছে কিন্তু প্রখর রৌদ্র তাপের কারনে ডিম ফুটানোও বন্ধ। সাদা মাছ চাষীরা জানান অন্যান্য বছর এই সময়ে ডিম ফুটানো শেষ হয় এবং প্রতিটি জলাশয়ে সাদা প্রজাতির গ্লাস কাপ, ট্যাবলেট, রুই,কাতলা, মৃগেল মাছ কেজিতে বিশ/পঁচিশটা হয়। বিশ পচিশ হতে পঞ্চাশ টা কেজিতে আসলে বিক্রি শুরু হয়। সে সময়েমাছ ওঠার কথা সেই সময়ে মাছ মারা যাচ্ছে। জেলার আম শিল্প অনেক উচ্চতায় পৌছেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সাতক্ষীরায় মাস চাষে বিনিয়োগ করেছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর জেলার কোন কোন এলাকায় আমের ফলন কম। বিশেষ করে জেলার আমের রাজধানী খ্যাত দেবহাটায় আমের ফলন কিছুটা কম, তাপদাহের কারনে আমের স্বাভাবিক বৃদ্ধি ঘটছে না এবং অসময়ে বোটা শুকিয়ে আম পড়ে যাচ্ছে। এদিকে আমের সাইজ অনেক ক্ষুদ্রাকার থাকছে অন্যদিকে তাপ দাহে পড়ে যাচ্ছে। আম ব্যবসায়ীদের জন্য তাপদাহ এক ধরনের অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। জেলার বিপুল সংখ্যক বেকার যুবক শ্রেনির আর্থিক স্বচ্ছলতা এনেছে ও বেকারত্ব ঘুচিয়েছে পোল্ট্রি শিল্প। অত্যাধিক গরমসর্য্য না করতে না পোল্ট্রি মুরগী অসুস্থ হচ্ছে কোন কোন খামারের মুরগী স্ট্রোক করে মারা যাচ্ছে। গত কয়েকদিন যাবৎ পোল্ট্রি ঘরে বৈদ্যুতিক ফ্যানের পাশাপাশি সৌর ফ্যান চলু করতে দেখা গেছে। প্রচন্ড গরম আর ভয়াবহ গরমের এই সময় গুলোতে মাছ চাষীরা পোল্ট্রি ও আমচাষীদের সতর্কতা ও পরিচর্যার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com