এফএনএস বিদেশ : গতকাল শনিবার তামিলনাড়ু—পুদুচেরি উপকূলে করাইকাল ও মহাবলীপুরামের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড় ‘ফেইনজাল’ এর প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোরের পাশাপাশি পুদুচেরিতে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এনডি টিভি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। যার প্রভাব পড়েছে চেন্নাইয়ের বিমান চলাচলের ওপর। ইন্ডিগো এয়ারলাইন্স চেন্নাই বিমানবন্দরে সমস্ত কার্যক্রম স্থগিত করেছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় এরই মধ্যে উত্তাল সমুদ্র ও উঁচু জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে বলে জানিয়েছে এনডি টিভি। বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে আবহাওয়ার পরিবর্তন এবং উঁচু জোয়ার শুরু হয়েছে। এদিকে পুদুচেরি ছাড়াও চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও রানিপেট, তিরুভান্নামালাই, ভেলোর, পেরাম্বালুর, আরিয়ালুর, তাঞ্জাভুর, তিরুভারুর, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনাম এবং কারাইকাল জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি করা এলাকাগুলোতে গতকাল শনিবার স্কুল—কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের (আরএমসি) পরিচালক ড. এস বালাচন্দ্রন বলেছেন, ঝড়ের কারণে টেলিযোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং নিচু এলাকায় বন্যা দেখা দিতে পারে। উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়বে বলে সতর্ক করেছেন তিনি। ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে হিসেবে রাজ্যের কর্তৃপক্ষ এনডিআরএফসহ দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে। এছাড়াও ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, নৌকা, মোটর পাম্প এবং গাছ কাটার মতো প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। উত্তাল সমুদ্র এবং তীব্র বাতাসের বিষয়ে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ বিপদ সংকেত লঙ্ঘন করে জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এনডি টিভির তথ্য অনুযায়ী, পুদুচেরিতে এরইমধ্যে ৪,০০০ এরও বেশি জেলেদের নৌকা তীরে ফিরে এসেছে।