এফএনএস বিদেশ : ভারতের তামিলনাড়ুতে গতকাল শনিবার সকালে এক আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। খবর এনডিটিভির। খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর ভিরুধুনগর এই বিস্ফোরণ হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন, আগুন নির্বাপক বিভাগ কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে উদ্ধার অভিযান চলছে। তবে ঠিক কী কারণে আতশবাজির কারখানায় বিস্ফোরণ হয়েছে— সেই সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ ধারণা করছে, আতশবাজি তৈরির সময় বিস্ফোরকের সঙ্গে সংঘর্ষ বা ‘বিদ্যুৎ লিকের’ কারণে এই বিস্ফোরণ হয়েছে। প্রদেশটির মুখ্যমন্ত্রী এমকে স্টালিন হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি ভুক্তভোগী পরিবারকে চার লাখ রুপি আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে স্টালিন ভিরুধুনগর সফরে যান। সেইসময় তিনি আতশবাজি কারখানার মালিকদের প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছিলেন।