কালিগঞ্জ ব্যুরো \ জামায়াতে ইসলামী বাংলাদেশ কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। ইউনিয়ন আমির আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা বিএম সেক্রেটারি আবু রাসেল আশকারি ও কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ্। উক্ত মিলন মেলায় পেশাজীবী, চাকরিজীবী, শিক্ষক, সাবেক ছাত্রনেতা, ইউনিয়ন দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিতিতে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।