তারালি (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালীগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সং গঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার তারালী ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা—৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ এবাদুল ইসলাম পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের পিপি শেখ আব্দুস সাত্তার, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। তারালী ইউনিয়নের সাবেক সেক্রেটারি মোঃ আরশাদ আলী সরদারের সঞ্চালনায় তারালী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।