স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বাংলাদেশ বিনির্মাণে, তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের চালতেতলা মিশন মাঠে বেলা ১২টায় সাতক্ষীরা ইয়ুথ হাব, সিডো ও একশনএইড বাংলাদেশ সহযোগিতায় সিডো নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় তিনি বলেন, তরুণরা দেশের মূল চালিকা শক্তি। তরুণদের মেধার বিকাশ ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মেধাকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। স্বপ্ন ছাড়া কোন কিছু বাস্তবায়ন করা যায় না। তরুনরা প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ গড়ার পথ সুগম করবে। তারুণ্যের আলোয় আলোকিত হবে বাংলাদেশ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, টিটিসির অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, টিআইবির সভাপতি হেনরি সরদার, ফাদার নরেন্দ্র জে বৌদ্ধ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ—পরিচালক সঞ্জীত কুমার দাস, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোছাঃ তাছরিমা খাতুন, একশনএইড বাংলাদেশ ডেপুটি ম্যানেজার মোঃ আরিফ সিদ্দিকী, সিডো প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান, একশন এইড বাংলাদেশ ইন্সেপিরেটর শারার মাহাবুব ধ্রুব প্রমুখ। এসময় একশনএইড বাংলাদেশ, সিডো সংস্থার কর্মকর্তা ও ইয়ুথ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবনেতা মাসুদ রানা। এর পরে টকশো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মাধ্যমে সমাপ্তি হয়।