প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত “তারুণ্যের উৎসব—২০২৫” ঘোষনা করেছেন। সে পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের আয়োজনে আজ ৮ জানুয়ারি—২০২৫ তারুণ্যের উৎসব ফুটবল প্রতিযোগিতা—২০২৫ (বালক অ—১৬) এর হান্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। উক্ত হান্টিং প্রোগ্রামে অংশগ্রহনেচ্ছু সকল অ—১৬ বালক খেলোয়াড়দের আজ সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য জানানো যাচ্ছে।—প্রেস বিজ্ঞপ্তি