ঝাউডাঙ্গা প্রতিনিধি \ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তারুণ্য সোসাইটি ঝাউডাঙ্গা। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারুণ্য সোসাইটির সভাপতি মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী সাহেব, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ খলিলুর রহমান, মাওঃ মহিদুল ইসলাম, মাওঃ নূরুল বাশার, হাফেজ মাওঃ শাহিনুর রহমান প্রমুখ। ইফতারের আগে দেশ ও তারুণ্য সোসাইটির সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।