বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর পরবর্তী তৃণমূলের সাধারণ মানুষের সাথে কুশুল বিনিময় করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী বাজার, কলবাড়ী সহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।