স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান, সিনিয়র শিক্ষক হরেন্দ্র নাথ সরকার, এস এম মোর্তজা আলম, বিদায়ী শিক্ষার্থী দ্বীপ বিশ্বাস, সাদিকুন নাহার, শাহেদ হোসেন। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আলতাফ হোসেন, মোহসেনুল হাবিব, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আছিয়া খাতুন, রঘুনাথ সরকার, সহকারী শিক্ষক কৃষ্ণা কিশোরী, নাহিদ সুলতানা, কামরুজ্জান প্রমুখ। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোস্তফা মাহমুদ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মঙ্গল কুমার সরকার।