শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

তালাবদ্ধ বিএনপি কার্যালয়ে রেখে আসা হলো ইসির আলোচনার চিঠি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

ঢাকা অফিস ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার চিঠি বিএনপির নয়াপল্টনস্থ তালাবদ্ধ কার্যালয়ের একটি চেয়ারে রেখে এসেছেন নির্বাচন কমিশনের (ইসি) বার্তাবাহক। দলটির কোনো প্রতিনিধিকে না পেয়ে বিকাল ৪টার দিকে দলীয় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ারে চিঠি রেখে আসেন তিনি। চিঠি রেখে আসার বিষয়ে নাজিম নামের একজন পথচারীকে স্বাক্ষী রাখেন তিনি। ওই বার্তাবাহক হলেন নির্বাচন কমিশনের অফিস সহকারী মো. মহসিন। মো. মহসিন জানান, ইসির চিঠি নিয়ে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। বিকাল পর্যন্ত বিএনপির কাউকে না পেয়ে বাধ্যহয়ে কর্তৃপক্ষের নির্দেশনায় তালাবন্ধ ওই কার্যালয়ের কলাপসিবটল গেটের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে ভেতরে থাকা একটি চেয়ারের ওপর চিঠিটি রেখে এসেছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল শনিবার নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার বসতে যাচ্ছে ইসি। এদিন সকালে আওয়ামী লীগসহ ২২টি দল এবং বিকালে বিএনপিসহ ২২টি দলের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেই। ওই বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএনপির মহাসচিব বরাবর এ চিঠি দেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ ছিল। তাদের সামনেই ওই চিঠি রাখা হয়। ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় নয়াপল্টন কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা। বিএনপি অফিসে উপস্থিত যারা আছেন, তাদের চিঠিটি গ্রহণ করতে বললে তারা অস্বীকৃতি জানান। পরে ইসি থেকে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ফোনে কথা বলা হলে, তারা সাফ জানিয়ে দেন- এই মুহূর্তে নির্বাচন কমিশনের কোনো চিঠি বা আমন্ত্রণ বিএনপি গ্রহণ করবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com