তালা প্রতিনিধি \ তালায় আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন—শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহিনুর রহমান, তালা উপজেলা জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, তালা উপজেলা বিএনপিন যুগ্ম—সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জামায়েত নেতা ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজেরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যপাক সাবীর হোসেন, পাটকেলঘাটা থানার প্রতিনিধি সহ সরকারী —বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় আইন—শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক জুয়া কঠোর হস্তে দমন করতে পদক্ষেপ গ্রহন করা সহ নিষিদ্ধ ইয়ারগান উদ্ধারে তৎপরতা বৃদ্ধির সিধান্ত গ্রহন করা হয়। একই স্থলে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।