ডুমুরিয়া প্রতিনিধি \ ২ লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট আজ ফাইনাল খেলা তালা কপোতাক্ষ হাই স্কুলের মাঠে উদ্বোধন করেন সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব। ফাইনাল খেলায় তালার চরগ্রাম ও সাংবাদিক ফ্রম এর আয়োজনে ফাইনাল ম্যাচটি আজ যে দুই পক্ষ প্রতিদ্বনি্দ্বতা করেন ভারদা বাউখোলা স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা বনাম ডুমুরিয়া ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টার ফুটবল একাডেমি ডুমুরিয়া খুলনা। ২—১ গোলে ভারদা বাউখোলা স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা বিজয়ী অর্জন করেন। খেলায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান জমাদ্দার, আবুল কালাম আজাদ, গাজী আব্দুল আজিজ সহ আরো অনেকে।