শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

তালা প্রতিনিধি \ তালায় “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ই ডিসেম্বর) সকাল ১১ টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে তালা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তালা ব্রজেন দে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাইনুল ইসলাম, সুধাংশু কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, সাবেক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান তিতু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর্জা সাকিব ও মোঃ আব্দুল কাদের প্রমুখ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিটেন্স যোদ্ধারা যদি সরকারের মাধ্যমে বৈধভাবে টাকা পাঠায়, তাহলে দেশের অর্থনীতি প্রবৃদ্ধি বাড়বে এবং দ্রব্যমূল্যের দাম কমবে। এজন্য তিনি সকল প্রবাসীদেরকে হুন্ডির মাধ্যমে এবং অবৈধভাবে টাকা না পাঠানোর অনুরোধ করেন। সাথে সাথে তিনি বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে সেখানে টাকা পাঠাবার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, বিদেশি রেমিটেন্স যোদ্ধারা আমাদের সম্পদ। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেন তিনি। উদ্যোক্তা এবং বিদেশ গমন কারীদের সহজ শর্তে ঋণ দেবার জন্যেও সকল ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়। তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন জন্মনিবন্ধন জনিত সমস্যা সমাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কনফরেন্স কথা বলে অল্প সময়ের মধ্যে সমাধান করা হয়। এবং তিনি সকল সরকারী দপ্তরের কর্মকর্তাদের রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক সহযোগিতা ও উল্লেখিত বিষয়ে প্রচারণা করার জন্য অনুরোধক্রমে নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com