রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তালায় ঋণের বোঝা মাথায় নিয়ে তিন সন্তানের জনকের আত্মহত্যা!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

তালা প্রতিনিধি \ তালার পল্লীতে ঋণের বোঝা মাথায় নিয়ে আত্নহত্যার পথ বেছে নিয়েছে তিন সন্তানের জনক পঙ্কজ দে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। জানাগেছে,তালার ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রামের মৃত মাখনলাল দে একমাত্র পুত্র তিন সন্তানের জনক পঙ্কজ দে (৪৮) অর্থনৈতিক সংকট এবং দেনার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়া ও সাংসারিক অভাব অনটনের কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। বুধবার গভীর রাতে পরিবারের সকলের অজান্তে গোয়ালের ছাগলের গলার দড়ি খুলে নিয়ে বাড়ির পাশের একটি আম গাছে গলায় দড়ি ঝুলে পড়ে পঙ্কজ দে। তার নিকট জনেরা রাত থেকে তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে বৃহস্পতিবার ভোরবেলা বাড়ির পাশে আম বাগানের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এব্যাপারে তালা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com