পাটকেলঘাটা প্রতিনিধি \ সাতক্ষীরা—খুলনা মহাসড়ক দিয়ে গরু হাটে নিয়ে যাওয়ার সময় আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে আব্দুল সালাম (৬০) নামের একজন নিহত হয়েছেন। এসময় গাড়ির চালক গুরুতর আহত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে আলমসাধু গাড়িতে গরু নিয়ে সুঁড়িঘাটা বাজারে নিয়ে যাওয়ার সময় উপজেলার মির্জাপুর এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম তালা উপজেলার পাঁচরকি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।