তালা প্রতিনিধি \ তালায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালীন ৩০০ (তিন শত) গ্রাম গাঁজাসহ মোঃ লিয়াকত মোড়ল (৫৩) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল (শনিবার) রাত্র আনুমানিক সাড়ে ৮ টার দিকে গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের এস শেখ বুলবুল কবির, এএসআই শওকত হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় তালা থানাধীন দোহার গ্রামের আসামী মোঃ লিয়াকত মোড়ল এর বসত বাড়ীর উঠান রাখা ৩০০ (তিন শত) গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান,গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলগাজতে প্রেরণ করা হয়েছে।