তালা প্রতিনিধি \ তালার মাগুরায় চাঁদাবাজ ও ছিনতাইকারী আবু সাইদ সরদার কে স্থানীয় জনতা আটক করে তালা থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। সে মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে। রবিবার দুপুর ১২ টার দিকে তালার মাগুরা বাজারে এ ঘটনা ঘটে। শনিবার রাতে দীপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতায়ের অভিযোগে তাকে আটক করা হয়। মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও বর্তমান মাগুরা যুব সংঘ এর আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে— চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও অনলাইন জোয়ার এজেন্ট আবু সাঈদ সরদারকে মাগুরা বাজারে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করা হয়। আটককৃত সাঈদকে স্থানীয় জনতা জুতার মালা গলায় পরিয়ে দেওয়া হয়। পরে তাকে তালা থানায় হস্তান্তর করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের শহিদুল ইসলাম, জামির মেম্বার, শাহিনুর রহমান, এসকে ফারুক, ইমরান গোলদার, সোহাগ হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা জানান, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও অনলাইন জোয়ার এজেন্ট আবু সাঈদ সরদারকে প্রশাসনের হাতে হস্তাঅন্তর করা হয়েছে। এই এলাকায় যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন ব্যক্তি গোষ্ঠী চাঁদাবাজি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আবু সাইদ কে আটক করে থানায় আনা হয়েছে।