তালা প্রতিনিধি \ তালায় প্রতিনিয়ত চুরি এবং চেতনা নাশক ঔষধ স্পে্র করে একের পর এক কোন না কোন ঘটনা ঘটেই চলছে। সর্বশেষ তালা বাজারে একরাতে ৪ টি দোকানে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। একের পর এক এধরনের ঘটায় উপশহর ও গ্রামঞ্চলে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র উপজেলার প্রাণকেন্দ্র তালা বাজারের ৪ টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত করে। এসময় চোরচক্র নগত অর্থ, ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। প্রাপ্ত তথ্য সূত্রে জানাযায়, তালা বাজারের মুদি দোকান হামিদ স্টোর চোরচক্র দোকানের চালের টিন কেটে ঘরে প্রবেশ করে দোকানে গচ্ছিত থাকা ১—২ হাজার খুচরা টাকা সহ মুদি মালামাল নিয়ে যায়। দোকানে পর্যাপ্ত মাল থাকা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তার পাশে শাহিনের কম্পিউটারের দোকানের পিছনের দরজা ভেঙ্গে একটি ল্যাপটপ যার মূল্য ৪০ হাজার টাকা নিয়ে যায়। একই স্থানে থাকা ফেন্সি টেলিকমের পিছনের জানালা ভেঙ্গে দোকানে থাকা কম্পিউটার এর পিসি ভাংচুর, প্রিন্টিং ম্যাশিন ভাংচুর করে রেখে যায়। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। একই রাতে তালা ভদ্র সুপার মার্কেটের বিকাশ কাস্টমার কেয়ারের ভেন্টিলিটার ভেঙ্গে চোরচক্র দোকানের ভিতর প্রবেশ করে নগত ৬০ হাজার টাকা ও ৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার মূল্য ৩০ হাজার টাকা প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এর আগে বৃহস্পতিবার (১৭ই জানুয়ারী) রাত্র আনুমানিক ১১ টা ২০ মিনিটের দিকে তালা মাঝিয়ারা চেতনা নাশক ঔষধ খাদ্যের সাথে সুকৌশলে মেশানো খাবার খেয়ে একই পরিবারের ৪ জন সংঙ্গাহীনবস্তায় রেখে যায় চোর চক্র। তারা তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আগে গত ৭ ই জানুয়ারী সোমবার ভোর বেলার তালা উপ—শহরের ডাকবাংলো সংলগ্ন সাধু মার্কেটের দত্ত মোবাইল এ্যান্ড ইলেকট্রনিক্স—এর দোকানে চুরি করেন চোরচক্র। চোরের এ সময় বিভিন্ন কোম্পানীর ৬৫—৭০টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এবিষয়ে তালা থানার অফিসার ইনর্চাজ শাহিনুর রহমান জানান, বিষয়টি শুনে তৎক্ষণাত নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরচক্র সদস্যদের ধৃত করতে পুলিশ তৎপরতা অব্যহত রয়েছে।