তালা প্রতিনিধি \ তালায় “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগান কে সামনে নিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপ—শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা শেষে এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে এবং তালা নির্বাচন অফিসার মোঃ সাদিক বিন জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ মোকবুল হোসেন, প্রোগ্রাম অফিসার রেজাউল করিম,তালা উপজেলা কমপ্লেক্স জামে মদজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।