তালা প্রতিনিধি \ তালায় পৃথক স্থানে আদর্শ শিক্ষক সমাবেশ ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে তালা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত আদর্শ শিক্ষক সমাবেশে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। পরে বিকালে তালা বিদে হাইস্কুলের পুরাতন ফুটবল মাঠে জামায়াতে ইসলামী তালা সদর ইউনিয়নে শাখার ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের আমীর মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডাঃ মাহমুদুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আবদুস সবুর, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মফিদুল্লাহ, জামায়াতের সেক্রেটারী ইদ্রিস আলী, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতা অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ, উপজেলা জামায়াতের সাবেক আমির মোঃ আফতাব উদ্দিন, জামায়াত ইসলামী নেতা এ্যাড মশিউর রহমান,উপজেলা যুব জামায়েত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, যুব জামায়েত নেতা আনোয়ার হোসেন আদর্শ শিক্ষক ফেডারেশনের অনুষ্ঠা সঞ্চালনা করেন,মাওলানা আজিজুল ইসলাম।