তালা প্রতিনিধি \ তালায় উপজেলা তারেক পরিষদ এর পক্ষ থেকে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজ হলরুমে উপজেলা তারেক পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তালা উপজেলা তারেক পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি ইমরান গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম। এ সময় তারেক পরিষদ এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংবাদিক খান নাজমুল হুসাইন, মোস্তাফিজুর রহমান রাজু, লিটন সরদার, জাহিরুল ইসলাম, হাফিজুর রহমান, আশরাফুল রহমান সবুজসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। তালা উপজেলা ও মাগুরা ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা—কর্মীদের সার্বিক সহযোগিতায় ৩০ জন মানুষের মাঝে কম্বল বিতরন কার্যক্রম সম্পন্ন হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা—০১ (তালা—কলারোয়ার) সাবেক জনপ্রিয় এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব ভাইকে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরোও বলেন, হাবিব ভাই এমপি থাকাকালীন সময়ে তালা কলারোয়ার উন্নয়নের রুপকার হিসেবে মানুষের মনে স্থান করে নিয়েছেন। আমরা তার পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছি।