তালা প্রতিনিধি \ তালার হরিহরনগর গ্রামে প্রেমে প্রতারণার শিকার হয়ে চিরকুট লিখে দশম শ্রেণির এক ছাত্রী (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত বুধবার (১২মার্চ) সন্ধ্যায় উপজেলার হরিহরনগর গ্রামে বেদনাদায়ক এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারক প্রেমিক তাফসির গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে। জানা গেছে,তালা উপজেলার হরিহরনগর গ্রামের বিল্লাল গোলদারের মেয়ে দশম শ্রেণির ছাত্রী সাইমা আক্তার জ্যোতি(১৫) এর সাথে পাশর্বর্তী হরিহরনগর গ্রামের সাইফুল গাজীর ছেলে তাফসির গাজী (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাফসির গাজী প্রেমিকা জ্যোতিকে ফুঁসলিয়ে খুলনায় নিয়ে যায়। সেখানে যেয়ে নগদ টাকা ও স্বর্নালংকার হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে বখাটে তাফসির গাজীর এক বান্ধবীর বাসায় জ্যোতিকে রেখে সটকে পড়ে। পরবর্তীতে নিরুপায় হয়ে বিষয়টি জ্যোতি তার আত্মীয়—স্বজনদের জানান। একপর্যায়ে পরিবারের লোকজন গত মঙ্গলবার জ্যোতিকে খুলনা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বুধবার সন্ধ্যায় পরিবারের সকলের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা চেষ্টা করলে পরিবারের সদস্যরা টের পেয়ে তৎক্ষণাত তালা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা অন্তে তকে মৃত ঘোষনা করেন। এঘটনায় জ্যোতির পিতা বিল্লাল গোলদার বাদী হয়ে তালা থানায় বখাটে তাফসির গাজীসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শাহিনুর রহমান জানান, আত্মহত্যার আগে জ্যোতি একটি চিরকুটে বিভিন্ন ঘটনার বিষয় লিখে গেছে। তার পিতা থানায় একটি আত্নহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।