বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

তালায় দুই লাখ টাকার আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

তালা প্রতিনিধি \ তালায় সাংবাদিক ফোরামের আয়োজনে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় “দুই লাখ টাকার আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চরগ্রামে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চত্বরে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মোঃ হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুস সালাম মধু, সাবেক যুবনেতা আইনুল ইসলাম নান্টা, সালাউদ্দিন পারভেজ, জালালপুর ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু, । এ সময় সাংবাদিক সেলিম হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মহব্বত আলী সরদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, স.ম ইয়াছিন উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব, উপজেলা যুবদলের আহব্বায়ক র্মীজা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা মন্টু, যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, আনিছুজ্জামান আনিস, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম দাদু, সাবেক ছাত্রনেতা সাংবাদিক খান নাজমুল হুসাইন, থানা ছাত্রদলের আহব্বায়ক শেখ হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক জর্জ আব্রাহাম রাসেল প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শিক্ষক এম এ হাকিম। খেলায় সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে এ ফাইনাল খেলায় ভাদড়া বাউখোলা স্পোর্টিং ফুটবল একাদশ ২ গোল দেয় । অপরদিকে ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টার ফুটবল একাদশ ১ গোল পরিশোধ করে। ফলে ২—১ গোলে বিজয়ী লাভ করেন সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব। অতিথিরা উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামীর যুবসমাজ কে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, এটাই আমাদের প্রত্যাশা।”

২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ
স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সীমান্তে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ৩৩ বিজিবির অধীনস্থ কালিয়ানী বিওপির সীমান্ত এলাকা ভারতীয় ফেনসিডিলগুলো আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির দায়িত্বাধীন ছয়ঘরিয়া নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আসবে এমন সংবাদের পর সীমান্ত পিলার ৭/৬৫ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া নামক স্থানে চোরাচালানী অভিযান চালালে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশী করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com