তালা প্রতিনিধি \ “অস্তর্ভূক্তিমূলক ভবিষ্যতে বিনির্মানে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং মুক্তি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে মুক্তি ফাউন্ডেশন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়ের সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ মকবুল হোসেন, উচ্চমান সহকারী মোঃ কবিরুজ্জামান, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ রাজু আহম্মেদ, মোঃ আমিনুর রহমান, ইমদাদুল ইসলাম, শেখ আতিয়ার রহমান, নিয়াজ মাখদুম, অসিত কুমার রায়, কারিগরি প্রশিক্ষক মোঃ ওমর আলী, শিশু সুরক্ষা সমাজ কর্মী মোঃ সোবহান হোসেন, অফিস সহায়ক মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ। আলোচকরা বলেন, বাংলাদেশ বিনির্মানে পিছিয়ে থাকবে না প্রতিবন্ধীরা। তারা আমাদের বোঝা নয়, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।