তালা প্রতিনিধি \ তালার সুজনশাহায় বিচালি গাদার ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতক এক কন্যা শিশু উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে সুজনশাহা বাজারের বিশিষ্ট চা ব্যবসায়ী মাহবুবুর রহমানের বাড়ি সংলগ্ন রাস্তার পার্শ্বে থাকা বিচালি গাদায় বস্তায় মধ্যে কম্বল পেচাঁনো থাকাবস্থায় এ নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়। মাহবুবুর রহমানের ছোট ছেলে শাহিনুর রহমান জানান, তার পিতা এশার নামাজ পরে বাড়িতে আসলে পার্শ্বে থাকা বিচালি গাদার মধ্যে নবজাতক কন্যা শিশুর কান্নার আওয়াজ ও কুকুরের চিৎকার শুনতে পান। এসময় নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমান নবজাতক কন্যা শিশুটি তাদের জিম্মায় রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ৫—৬ দিন বয়সী এই শিশুটি কে বা কাহারা লোক চক্ষুর অগোচরে এই বিচালি গাদায় ফেলে রেখে গেছে। তারা উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক নবজাতক শিশুটিকে সযন্তে রেখেছে এবং শিশুটির ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে নারী—পুরুষ নবজাতক কন্যা শিশুকে দেখার জন্য ভিড় জম্মাচ্ছেন। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে তালা থানা পুলিশে একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবজাতক শিশুটি উদ্ধারকারীর জিম্মায় আছে।