তালা প্রতিনিধি \ তালায় ভেজাল বিরোধী অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানাগেছে, মঙ্গলবার সকালে তালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত জাতপুর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৬০ কেজি দুধ পরিক্ষা করে ভেজাল প্রমাণিত হওয়ায় দুধে ভেজাল মেশানোর দায়ে জেয়ালা গ্রামের সুকুমার চন্দ্র ঘোষের পুত্র সুকান্ত ঘোষ কে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রকাশ্যে দুধগুলো বিনষ্ট করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকা, ব্যবসায়িদের ক্রয়,বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এই অভিযানে সহায়তা করেন সাতক্ষীরা জেলা পুলিশ ও ক্যাব প্রতিনিধি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।