তালা প্রতিনিধি \ তালার সেনেরগাতী উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি রুহুল কুদ্দুস কে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এঘটনায় পাটকেলঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সভাপতি রুহুল কুদ্দুস। অভিযুক্তরা হলেন, তালা উপজেলার সেনেগাতী গ্রামের আফতার দফাদারের পুত্র কাশেম দফাদার (৫৫), মৃত হাফিজ উদ্দীন মোড়লের পুত্র আব্দুর রহিম (৪৫), আব্দুর রশিদ (৫৫), আব্দুর রশিদের পুত্র গাজ্জার আলী, আব্দুর রহিমের পুত্র রিফাদ মোড়ল (২৫), আঃ সাত্তারের পুত্র শাহ আলম (৪০)আজুব্বারের পুত্র হয়েজ বাবু, কলারোয়া মুরারকাটি গ্রামের গ্রামের মৃত.মান্নান সরদারের পুত্র মাসুম সরদার সহ অজ্ঞাত ২০—২৫ জন। ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার রাত ১১ টার দিকে ভুক্তোভোগী সভাপতি রুহুল কুদ্দুসের বাড়িতে এসে কাশেম দফাদার ইফতার নিয়ে কথা আছে বাড়ির পিছনে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তদের উপস্থিতিতে তাকে মসজিদে ইফতার সংক্রান্ত বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগাাজ করতে থাকে। তখন রুহুল কুদ্দুস প্রতিবাদ করলে অভিযুক্তরা এলোপাতাড়ি মারপিট করে নীলফোলা জখম করে। ঘটনাস্থলে রুহু কুদ্দুসের স্ত্রী হাজির হলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পলায়ন করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিউদ্দীন বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।