তালা প্রতিনিধি \ তালায় “জাতীয় শহীদ সেনা দিবস” প্রথমবারের মতন উদযাপন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহিনুর রহমান, তালা উপজেলা জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, তালা উপজেলা বিএনপিন যুগ্ম—সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জামায়েত নেতা ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজেরা খাতুন সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান গণ প্রমুখ। বক্তারা বিগত ২০০৯ সালে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের কারনে বিগত ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে দেশপ্রেমিক ৫৭জন সেনা অফিসারকে হত্যা করা হয় উল্লেখ করে সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার বিচারের জন্য বর্তমান সরকারের কাছে দাবী জানান।