তালা প্রতিনিধি \ তালায় উপজেলা নির্বাহী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল। বৃহস্পতিবার সকালে তালা উপজেলা নির্বাহী অফিস, সদর ইউনিয়ন পরিষদ, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় পরিদর্শন ও শিক্ষক—শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে তিনি স্কুলের শিক্ষাথীদের সাথে কুশল বিনিময় ও বিদ্যালয়ের শিক্ষা মানউন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।