তালা প্রতিনিধি \ তালায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতা মুলক প্রচার কার্যক্রম শীর্ষক কর্মসূচির আওতায়, শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা লেবেল মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য ও সম্প্রসারণ মন্ত্রলয়ের অধীনস্থ সাতক্ষীরা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেভের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে এবং সাতক্ষীরা জেলা তথ্য অফিসের মনিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, তালা উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, তালা উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—কর্মচারীরা।