বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের বিনাভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল সহ দোষরদের দুর্নীতির প্রতিবাদে ও সদস্যপদ বাতিলের দাবীতে মানববন্ধণ ও সমাবেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা বৈদেশিক বিনিয়োগের এখনই উপযুক্ত সময় দেশের অর্থনৈতিক উন্নয়নে, কর্মসংস্থানে, রপ্তানীতে যথাযথ ভূমিকা রাখতে পারে ত্রিমাত্রিক আন্তর্জাতিক সমুদ্রবন্দরে রূপ নিয়েছে মোংলা বন্দর বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ৬ শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে ৯৯৩ কোটি টাকা আত্মসাৎ: এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্তরাও চাপে: পরিকল্পনা উপদেষ্টা

তালায় শ্রেণীকক্ষ নির্মাণ শেষ না করেই ঠিকাদারকে বিল পরিশোধ পাঠদানে ক্ষতিগ্রস্ত কোমলমতি ছাত্র—ছাত্রীরা!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

তালা প্রতিনিধি \ সাতক্ষীরা তালায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভবন নির্মাণ কাজ শেষ না করেই শতভাগ বিল ঠিকাদার প্রতিষ্ঠানকে পরিশোধ, পাঠদানে চরম ক্ষতিগ্রস্ত কোমলমতি ছাত্র—ছাত্রীরা হতাশায় অভিভাবক মহল! সরেজমিনে দেখা যায়, তালা উপজেলার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয, বালিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শ্রেণীকক্ষ নির্মাণ কাজ খুলনা স্টেশান রোডের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এম এম ব্রাদার্সের প্রোঃ মাজিদুল ইসলাম মোটা অংকের টাকায় তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারকে ম্যানেজের মাধ্যমে কাজ শেষ না করেই শতভাগ বিল পরিশোধ করেছেন। ৩—৪ বছর শ্রেণিকক্ষ নির্মাণ কাজ বন্ধ থাকায় একদিকে কোমলমতি শিশুদের পাঠদানে ব্যাপকভাবে ক্ষতি সাধিত হচ্ছে অপরদিকে লোহার রডে জং ধরে এবং দাদপুর স্কুলে ফাটল ধরেছে। একই সাথে দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা তাদের দায় এড়িয়ে যাচ্ছে বলে শিক্ষক ও অবিভাবকের দাবি। বিদ্যালয় ৩টির মধ্যে তালার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষ নির্মাণে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন (ঘইওউএচঝ) প্রকল্পের ৪৬.০২.৮৭৯০.০০০.০৮.০৩৬.১৯—১০১১ নম্বর স্বারকে ২০১৯/২০অর্থ বছরের যার টেন্ডার আইডি ৩৭০৪৯১ নম্বরে চুক্তিমূল্য ৬৫৬৪৩৪২.৩০ টাকায় নির্মাণ কাজ শুরুর তারিখ ২৫/১২/২০১৯ কাজ সমাপ্তির সময়সীমা ১৮/০৯/২০২০ তারিখ। আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষ নির্মাণে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি—৪) প্রকল্পের ৪৬.০২.৮৭৯০.০০০.০৮.০৩৬.২১.১৬০ নম্বর স্বারকে ২০২০/২১ অর্থ বছরে যার টেন্ডার আইডি ৫১১৬৫ নম্বরে চুক্তিমূল্য ১,০৬,৮৮,৫৬১.৫৭৩ টাকায় নির্মাণ কাজ শুরুর তারিখ ২৫/০৩/২০২১ কাজ সমাপ্তির সময়সীমা ২৪/১২/২০২১ তারিখ। সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি—৪) প্রকল্পের ৪৬.০২.৮৭৯০.০০০.১৪.০৮২.২০.৬৮ নম্বর স্বারকে ২০২০/২১ অর্থ বছরে যার টেন্ডার আইডি ৪৯৭০৭১ নম্বরে চুক্তিমূল্য ৬৯,৭৯,০৯৫.৮৬৭ টাকায় নির্মাণ কাজ শুরুর তারিখ ২৮/০১/২০২১ কাজ সমাপ্তির সময়সীমা ২৩/১০/২০২১ তারিখ। এই ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিকাদার প্রতিষ্ঠান খুলনা স্টেশান রোডের প্রোঃ মাজিদুল ইসলামকে সরকারি বরাদ্দকৃত মোট ২৪,২৩১,৯৯৯.৭৪ মোটা অংকের টাকায় ম্যানেজ হয়ে সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন তালা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার। তালা উপজেলার বালিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী রাণী সরকার এর সাথে আলাপকালে তিনি বলেন, ২১ সালের শুরুতে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কাল ক্ষেপন করছে ঠিকাদার। পরে খুলনা অফিস সাতক্ষীরা অফিস, তালা ইঞ্জিনিয়ার অফিসকে অনেক অনুরোধ সুপারিশের মাধ্যমে এই কিছুদিন আগে কাজটা শুরু করছে। নির্মাণ কাজ অনেক ধীর গতিতে হচ্ছে, এখন ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে। এ বিষয়ে দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুর রহমান সানা এর সাথে আলাপকালে তিনি বলেন, করোনা কালীন সময় থেকে দীর্ঘ ৪বছর বিল্ডিং এর কাজ শুরু হয়ে কিছুটা হয়েছিল তারপরে কাজ বন্ধ হয়ে যায়। আমি উপজেলা ইঞ্জিনিয়ার, ইউএনও, শিক্ষা অফিস, এক্স এন অফিসকে তৎকালীন এমপিসহ আমাদের এলাকায় একজন সচিব আছেন তাকে দিয়েও সুপারিশ করাইছি। তারপর যে কয়বার আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি তিনি বলেন এই ১০—১৫ দিনের ভিতরে আপনাদের স্কুলে কাজ শুরু হবে বলে আমার সাথে তালবাহানা করেছে। নির্মাণ কাজ যতটুকু করেছে তাতে আবার ফাটল ধরেছে লোহায় জং ধরেছে। কিন্তু কাজের কোন অগ্রগতি হয়নি। এ বিষয়ে আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা আক্তার এর সাথে আলাপকালে তিনি বলেন, বহুদিন নির্মাণ কাজ বন্ধ ছিল। কিছুদিন হচ্ছে আবার কাজ শুরু করেছে। খুলনার স্টেশান রোডের মেসার্স এম এম ব্রাদার্স এর ঠিকাদার মাজিদুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপের চেষ্টাকালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য সম্ভব হয়নি। তালা উপজেলার এলজিইডি প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টাকালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, কাজ শেষ না করে সম্পূর্ণ বিল প্রদানের কোন সুযোগ নেই। কাজের অগ্রগতির বিষয়টা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখব। সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সাথে আলাপকালে তিনি বলেন, আমি প্রত্যেকটা বিদ্যালয়ে সারেজমিনে তদন্ত করে আপনাকে জানাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com