তালা প্রতিনিধি \ তালায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণের মধ্য দিয়ে ২৫তম সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” স্লোগানকে সামনে রেখে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তালা উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, তালা বিআরডিপি অফিসার নারায়ণ চন্দ্র সরকার, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, যুব উন্নয়ন অফিসার আশুতোষ বিশ্বাস, তথ্য সেবা অফিসার মুক্তি রণী ঘোষ, তালা সরকারি হাসপাতালের আরএমও খালিদ হাসান নয়ন, পাটকেলঘাটা থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার দাস, এনজিও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি ফাউন্ডেশনের সুনন্দা ভদ্র, সহানুভূতি তালার পরিচালক আব্দুল আলিম প্রমূখ। সভা শেষে ৩ জন ক্যান্সার রোগীকে ৫০ হাজার টাকার ৩টি চেক ও ৫০ জন প্রতিবন্ধীর মাঝে কার্ড বিতরণ করা হয়।