তালা প্রতিনিধি \ তালায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রমজান কারাগারে মূল হোতারা ধারা ছোঁয়ার বাইরে। জানা গেছে, রবিবার সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী, আবুল কালাম বাবলা। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্টে্রট সুজাতা আমিন, আসামি রমজান আলী সরদারের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার আদেশ দেন। বিগত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় ছেলে, মেয়ের জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমান তালার ইসলামকাটী ইউনিয়ন পরিষদে পৌছায়। ঐদিন ইউনিয়ন পরিষদে নিজ ফুফু শাশুড়ির জমি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গেলে সন্ত্রাসী রমজান আলী সরদার সাংবাদিক আতাউর রহমানকে মারপিট করে এবং আক্তারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে তালা থানায় মামলা দায়ের করার পর থেকে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীরা প্রায় ২২ দিন যাবত গাঢাকা দেয়। এরপর সন্ত্রাসী রমজান আটক না হওয়ায় সাংবাদিক মহলে তুমুল নিন্দার ঝড় ওঠে। এ বিষয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি ও বিবৃতির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে সন্ত্রাসী রমজান আলী সরদার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন।