সোমবার, ১২ মে ২০২৫, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তালার দত্ত মোবাইল এন্ড ইলেকট্রনিক্স শোরুমে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

তালা প্রতিনিধি \ তালা বাজারের দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্সের শোরুমে চুরি সংঘটিত হয়েছে। সোমবার ভোর রাতে দত্ত মোবাইল এন্ড ইলেকট্রনিক্স শোরুম থেকে চোর বিভিন্ন কোম্পানীর প্রায় ৬৫—৭০টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা। তালার দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্সের সত্বাধিকারী প্রশান্ত কুমার দত্ত জানান, প্রতি দিনের ন্যায় সোমবার সকাল ৯ টায় দোকান খোলার সময় সাটারের তালা ভাঙ্গা দেখতে পাই। দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানের পূর্ব পাশের তাকে রাখা বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫—৭০টি দামী স্মার্টফোন নাই। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এরপর আশাপাশের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ভোর ৬ টাকা থেকে ৭ টা পর্যন্ত ৫ সদস্য’র একটি চোরচক্র চুরি করে পালিয়ে যায়। এসময় দুই জন চোর ভিতরে প্রবেশ করে এবং অন্য তিন জন বাইরে ডিউটি করছিলো। এবং চোরচক্র দোকানের সাটারে একটি নতুন তালা ও চাবি ঝুলিয়ে রেখে গেছে। দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরি হওয়ায় হতভম্ব হয়ে পড়েছি। এদিকে খবর ছড়িয়ে পড়লে তালা থানা পুলিশ একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com