তালা প্রতিনিধি \ তালার তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধু তপন কুমারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এম এম আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ডিন ব্যবসায় অনুষদ ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অধ্যাপক ড. মোঃ তোহিদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় এর অধ্যাপক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট পল্লী চিকিৎসক শেখ আফতাব উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস। আরোও উপস্থিত ছিলেন, তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আবুল হোসেন, অধ্যাপক আবুল কালাম, মাস্টার রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, বিষ্ণুপদ দাস, আমিনুর রহমান, তৃষ্ণা রানী মন্ডল, জাহাঙ্গীর আলম, আব্দুল হালিম মল্লিক, মাওলানা আব্দুল হালিম, বিএনপি নেতা আব্দুল মতিন, আব্দুল মান্নান মিঠু, সাংবাদিক খান নাজমুল হুসাইন, মোস্তাফিজুর রহমান রাজু, যুবনেতা আমিনুল ইসলাম, রাশেদ মল্লিক, ছাত্রনেতা মনিরুল ইসলাম মনি প্রমুখ। এ সময় ছাত্র—ছাত্রী অভিভাবক রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্য নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক সাধু তপন কুমারকে উদ্দেশ্য করে বলেন, আসলে সু—সময়ে অনেকেই বন্ধু হয় কিন্তু দুঃসময়ে যিনি পাশে থাকেন তিনিই প্রকৃত বন্ধু। আজ আমাদের বিদায়ী প্রধান শিক্ষক এই ইস্কুলের দুর্দিনে এই প্রতিষ্ঠানের হাল ধরেছে সুতরাং এই প্রতিষ্ঠানের সকল সফলতার পিছনে এবং কৃতিত্বের অধিকারী প্রধান শিক্ষক আমি তার সাফল্যতা কামনা করি।