তালা প্রতিনিধি \ তালা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসা উন্নয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালার শাহাপুর সিরাজ উদ্দিন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে মোঃ মহাতাব উদ্দিন এর সভাপতিত্বে পল্লী প্রাণী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা এমদাদুল ইসলাম বিপ্লব। আরোও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ—সভাপতি গৌতম কুমার চক্রবর্তী, সহ—সভাপতি দেবু ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান মোড়ল, কোষাধ্যক্ষ পরিমল বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সবুর, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আকবর হোসেন চিকিৎসক মোঃ আঃ রহমান, চিকিৎসক মোঃ শহিদুল ইসলামসহ উপজেলা পল্লী প্রাণী চিকিৎসারা। এসময় তালা উপজেলার ৭টি ইউনিয়নে কমিটি গঠিত হয়। বক্তারা বলেন, আমাদের এই সংগঠনের সকল সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে যাবো। তালা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আমারা আমাদের সংগঠন কে সামনে এগিয়ে নিয়ে যাবো। এছাড়া আমারা সততা ও নিষ্ঠার সাথে আমাদের পেশাকে খামারীদের সেবার নিয়োজিত করবো।