তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় সীমানা প্রচীর নিয়ে প্রতিপক্ষের হামলায় আরতি দাশ নামে (৩০) এক নারী আহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় তালার সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামে। আহত নারী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত নারীর স্বামী জগদীশ দাশ জানান, একই এলাকার চৈতন্য দাশের ছেলে দিপক দাশ আমাদের জমিতে অবৈধভাবে জোরপূর্বক সীমানা প্রচীর নির্মাণ করে। সোমবার সন্ধ্যায় আমার স্ত্রী নিষেধ করলে দিপক দাশ ও তার সংগীরা আমরা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। এ বিষয়ে অভুযুক্ত দিপক দাশের সাথে বারবার যোগযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন, আমরা প্রাথমিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।