তালা প্রতিনিধি \ তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, তালা সরকারি হাসপাতালে আর এম ও খালিদ হাসান নয়ন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্পনা অফিসার আশরাফুল ইসলাম, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, জনস্বাস্থ্য অফিসার কৌশিক রায়, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সাংবাদিক এম এ হাকিম, তালা উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ, তালা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের প্রমুখ।