পাটকেলঘাটা প্রতিনিধি \ তালায় ২০২২-২৩ সালের স্ট্রীপ বনায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গাছ লাগাই যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্র তালা, সাতক্ষীরা বাস্তবায়নে এবং সামাজিক বন বিভাগ যশোরের তত্ত¡াবধায়নে গতকাল সকালে তালা সোনালী খেয়াঘাট তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান সনৎ ঘোষ। তিনি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা: মুর্শিদা পাপড়ী, খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রনবঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিলাহ, ফরেস্টার ইউনুস আলী সহ স্থানীয়রা। উলেখ্য তালা কপোতাক্ষ নদীর বাধের উপর ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়। এখানে ১৫ হাজার বিভিন্ন প্রকারের বৃক্ষ রোপন করা হবে।