স্টাফ রিপোর্টার ঃ তালায় জামগাছ থেকে পড়ে ১ কলেজ শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল বেলা ১১টায় তালা বারুইহাটি গোড়পোতা পুকুর এলাকায় ঘটে। নিহত তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজারকাটি গ্রামের মো: ইছা উদ্দিন গাজীর পুত্র ও জাতপুর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী শোয়াইব গাজী (১৮)। নিহতের সহপাঠী মাসুন জানান, তারা চার বন্ধু প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে জাম গাছ থেকে জাম খাওয়ার ইচ্ছা পোষন করে। সকালে গাছে উঠেপড়ি। এসময় গাছের ডাল ভেঙ্গে শোয়াইব পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুত তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। তার অকাল মৃত্যুতে পরিবার আত্মীয়,স্বজন সহপাঠী সহ এলাকায় শোকের ছায়ায় নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।