তালা উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীমাশিল্পের উন্নয়ন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিতে র্যালী ও পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রমুখ। এসময় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।