স্টাফ রিপোর্টার ঃ তালায় ট্রাকের ধাক্কায় ১ মটর সাইকেল চালক নিহত হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল বেলা ১১টায় তালা সোনালী বাজার সংলগ্ন আঠার মাইল পাইকগাছা সড়কে ঘটে। নিহত তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের পুত্র জামিরুল ইসলাম (১৫)। স্থানীয় সূত্রে জানাগেছে জামিরুল সকালে মটর সাইকেলে তালায় যাচ্ছিল। সোনালী বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে মটর সাইকেল সহ রাস্তায় পড়ে ঘটনা স্থানে মারা যায়। এ বিষযে জানতে চাইলে তালা থানার ওসি মো: মমিনুল ইসলাম। এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাক আটক করা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। মামলা প্রস্তুতি চলছে।