তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় ঠিকাদারী কাজে ব্যবহৃত নির্মান সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রধান সড়কে ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঠিকাদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক দৈয়দ ময়নুল আকবর মুন্না, কেন্দ্রীয় জাসদ নেতা মীর জিলুর রহমান, আব্দুল লতিফ মোড়ল, গাজী সুলতান আহমেদ, কনোক ঘোষ, আবু সাইদ মিঠু, মীর সামসুজ্জোহা আকবর কলোল, কাজী আরিফুজ্জামান বুলু, কাইয়ুম ইসলাম ডাবলু, মোঃ জাহাঙ্গীর হোসেন, রুহুল আমিন প্রমুখ। বক্তরা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ঠিকাদারী কাজে ব্যবহারিত উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধি করে চলেছেন। ফলে প্রকল্পের নির্ধারিত মূল্যেরও বেশী বাস্তবায়ন খরচ হচ্ছে। যার কারণে অধিকাংশ প্রকল্প বন্ধ হওয়ার উপক্রম। যদি উপকরণের দাম না কমানো হয় তাহলে ঠিকাদাররা পথে বসে যাবে। এতে সরকারের সকল উন্নয়নমূলক কাজ বাঁধাগ্রস্থ হবে।