তালা প্রতিনিধি \ তালায় বিভিন্ন ফল নিয়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা- ২০২২ শুরু হয়েছে। মঙ্গলবার (২ আগষ্ট) সকালে তালা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, কৃষি স¤প্রসারণ অফিসার শুভ্রাংশু শেখর দাশ ও আফরোজা আক্তার রুমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার, সহকারী প্রোগ্রামার (আইসিটি) ইমরান হোসেন, পিপিআই শেখ আবু জাফর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পাল ও ইলোরা পারভীন প্রমুখ। আগামী ৪ জুলাই বৃহস্পতিবার ফল মেলা শেষ হবে।