তালা প্রতিনিধি ॥ তালা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জামসহ মাগুরা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি ও স্বর্ণ ব্যবসায়ী মহাদেব কুমার দাশকে আটক করেছে তালা থানা পুলিশ। ১৬ ডিসেম্বর শনিবার রাত ১০ টার দিকে মাগুরা বাজারের সেটের পাশে মহাদেব দাশের বাড়ির গোয়াল ঘর থেকে মদ তৈরিরত অবস্থায় তালা থানা পুলিশের এস আই মনিরুজ্জামান ও এ এস আই আলী হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী মহাদেব দাস কে ছাড়াতে রাজনৈতিক অঙ্গন ও প্রভাবশালী মহলের দৌড়ঝাঁপ শুরু। এদিকে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই রমরমা মদের ব্যবসা করে আসছে মহাদেব দাশ কেউ কিছু বলতে গেলে তাদেরকে বিপদের সম্মুখীন হতে হয়।