রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তালায় বাল্যবিবাহের অপরাধে ম্যারেজ রেজিস্ট্রার ও কনের পিতাকে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

তালা প্রতিনিধি \ তালায় ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহের অপরাধে ম্যারেজ রেজিস্ট্রারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল এবং কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি, নিষেধাজ্ঞা ভঙ্গ করলে কনের পিতাকে ছয় মাসের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের সিদ্ধান্ত দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস তাঁর অফিস কার্যালয়ে এ আদেশ জারী করেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীর সাথে নেহালপুর গ্রামের ইদ্রিস আলী খাঁ’র পুত্র ইয়াকুব আলী খাঁ’র বিয়ে হয়। এমন খবর জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের এসআই ইমন হাসান, এসআই রাজীব সরদারসহ তার দপ্তরের লোকজন নেহালপুর গ্রামের বর ইয়াকুব আলী খাঁ’র বাড়িতে অভিযান চালায়। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির কলা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস উক্ত শাস্তি প্রদান করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com