পাটকেলঘাটা প্রতিনিধি ॥ তালায় লাশ দেখতে গিয়ে ভ্যানে শাড়ি পেঁচিয়ে পড়ে গিয়ে লাশ হয়ে ফিরলেন দৈনিক দৃষ্টি পাতের পাটকেলঘাটা প্রতিনিধি খান হামিদুল ইসলামের খালা। সূত্রে প্রকাশ গত ১৪ই ফেব্রুয়ারী দুপুরে তালা শ্রীমন্তকাটি গ্রামের মৃত জব্বার জোয়াদ্দারের স্ত্রী জামেলা বেগম মারা যায়। তার লাশ দেখতে দুপুরে বাড়ি থেকে বের হয়ে ভ্যান যোগে তার যা মৃত ওমর জোয়াদ্দারের স্ত্রী আলেয়া (৪৮) ভ্যানের চাকার সাথে শাড়ি পেঁচিয়ে পড়ে গিয়ে আহত হয়ে পড়লে স্থানীয় তালা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখা দিলে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করলে তার মৃত্যু হয়। তার এক পুত্র ও এক কন্যা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।