তালা (সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও মীর জকির হোসেন’র এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা এরফান আলী, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা থানা সেকেন্ড অফিসার আবু কাওছার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলন রায়, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ্যা খাঁ বাবলি, জাতীয় পার্টির সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় বক্তরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, জীবন ও কর্মের প্রতি আলোকপাত করেন এবং তার আদর্শ বাস্তায়নের আহবান জানান।